আজকাল ওয়েবডেস্ক: এলুরু  জেলার কাটাম রেড্ডিপেলাম। সেখানকার ঘটনায় শিউরে উঠছেন স্থানীয়রা। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চাপা উত্তেজনা এলাকায়। 

 

বছর ৩৪-এর রাধাকৃষ্ণ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মদ খেয়ে মধ্যরাতে ঘরে ঢুকে মেয়ের গলা কেটেছেন। নিজেকেও আঘাত করেন। তবে তা ততটা গুরুতর নয়। 

 

স্থানীয় পুলিশ ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন রাধাকৃষ্ণ এবং তাঁর স্ত্রী। বড় মেয়ে থাকে স্ত্রীয়ের কাছে। ছোট মেয়ে বাবা এবং ঠাকুমার সঙ্গেই থাকত। 

 

শনিবার রাতেও নেশা করেই ঘরে ফেরেন ওই ব্যক্তি। চার বছরের শিশুকন্যা তখন ঘুমে কাদা। তার মাঝেই মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ ব্যক্তি মেয়ের গলায় ধারাল অস্ত্রের কোপ বসায়। 

 

ওই ব্যক্তি নিজেকেও আঘাত করে। নিজের গলাতেও ধারাল অস্ত্র চালায়। তবে আঘাত ততটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। পুলিশ মামলা রুজু করেছে।