আজকাল ওয়েবডেস্ক: শুধু ধান বা সবজি নয়। এই ফলের চাষ করেও এখন লাভবান হচ্ছেন কৃষকরা। কম সময়ে এই ফলগুলির চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। যেমন আম, পেয়ারা, লেবু, কলা, বেলের মতো ফল চাষে বাড়তি অনুদানও পাচ্ছেন উত্তরপ্রদেশের মোরদাবাদের কৃষকরা।
এই ফলগুলি চাষে পরিশ্রম কম। দ্রুত ফলন হয়। তাই সরকারও এই ফলগুলির সঙ্গে সঙ্গে ফুলের চাষে গুরুত্ব দিচ্ছে। আর কৃষকরাও অতিরিক্ত লাভের জন্য ধান, সবজি চাষের পাশাপাশি এই ফলগুলির চাষের উপরও এখন সমান গুরুত্ব দিচ্ছে। যেমন মোরাদাবাদে আম চাষে ৪০ শতাংশ অনুদান দেওয়া হচ্ছে। যেখানে প্রথম বছর ৬০ শতাংশ অনুদান, পরের বছর গুলিতে গড়ে ২০ শতাংশ করে অনুদান দেওয়া হচ্ছে। এই ফলের চাষের জন্য আপনার কাছে নিজস্ব জমি থাকতে হবে। সঙ্গে আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই সহ অন্যান্য পরিচয়পত্র নিয়ে সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে। তাহলেই মিলবে ঋণের টাকা।
আর ফলগুলির চাষে এতটাই লাভ পাচ্ছেন কৃষকরা যে ঘরে আসছে বাড়তি টাকা। সরকারের এই প্রকল্পে খুশি উত্তরপ্রদেশের মানুষজন।
এই ফলগুলি চাষে পরিশ্রম কম। দ্রুত ফলন হয়। তাই সরকারও এই ফলগুলির সঙ্গে সঙ্গে ফুলের চাষে গুরুত্ব দিচ্ছে। আর কৃষকরাও অতিরিক্ত লাভের জন্য ধান, সবজি চাষের পাশাপাশি এই ফলগুলির চাষের উপরও এখন সমান গুরুত্ব দিচ্ছে। যেমন মোরাদাবাদে আম চাষে ৪০ শতাংশ অনুদান দেওয়া হচ্ছে। যেখানে প্রথম বছর ৬০ শতাংশ অনুদান, পরের বছর গুলিতে গড়ে ২০ শতাংশ করে অনুদান দেওয়া হচ্ছে। এই ফলের চাষের জন্য আপনার কাছে নিজস্ব জমি থাকতে হবে। সঙ্গে আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই সহ অন্যান্য পরিচয়পত্র নিয়ে সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে। তাহলেই মিলবে ঋণের টাকা।
আর ফলগুলির চাষে এতটাই লাভ পাচ্ছেন কৃষকরা যে ঘরে আসছে বাড়তি টাকা। সরকারের এই প্রকল্পে খুশি উত্তরপ্রদেশের মানুষজন।
