আজকাল ওয়েবডেস্ক: ১৭০ কেজি ওজন বলে, প্রায়ই খোঁটা শুনতে হত। তাই শরীরচর্চা করে দ্রুত ওজন কমাতে চেয়েছিলেন যুবক। জিমে গিয়ে জোরকদমে শরীরচর্চা করতেন বন্ধুর সঙ্গে। সেই জিমের মধ্যেই মর্মান্তিক পরিণতি। শরীরচর্চা করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল যুবকের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের বল্লভগড়ে। জানা গেছে, সেক্টর ৯-এর একটি জিমে শরীরচর্চা করছিলেন ৩৭ বছরের এক যুবক। মৃতের নাম, পঙ্কজ শর্মা। তিনি রাজা নহর সিং কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। শরীরচর্চার মাঝে অস্বস্তি অনুভব করেন। বুকে ব্যথা হতেই জিমের মেঝেতে লুটিয়ে পড়েন। 

 

জিমে তাঁর সঙ্গেই শরীরচর্চা করছিলেন এক বন্ধু। তিনি জানিয়েছেন, ১৭০ কেজি ওজন ছিল পঙ্কজের। শরীরচর্চা করে ওজন কমাতে চেয়েছিলেন। সেদিন সকালে ব্ল্যাক কফি খেয়ে জিমে গিয়ে শরীরচর্চা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। সকলেই ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। জল খাওয়ানো হয়েছিল। একবার উঠে বমি করে, আবারও লুটিয়ে পড়েন তিনি। জিমের মধ্যে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এরপর আর পঙ্কজের কোনও সাড়া মেলেনি। 

 

স্থানীয় হাসপাতালে থেকে এক চিকিৎসককে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। পরীক্ষা করে পঙ্কজকে মৃত ঘোষণা করেন তিনি। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃতের বন্ধু আরও জানিয়েছেন, গত চার মাস একটানা জিমে গিয়ে শরীরচর্চা করছিলেন তিনি। স্টেরয়েড নিতেন না। চার বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। আড়াই বছরের এক শিশু রয়েছে তাঁর। ঘটনায় শোকের ছায়া পরিবারে।