আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে ফের ‘ভাষা হেনস্থার’ অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। শিশু সন্তানসহ পরিবারকে চরম হেনস্থার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। খবর অনুযায়ী, মুম্বইয়ের কোপারখৈরানে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন দিল্লি নিবাসী এক পরিবার। পরিবারের দাবি, তাঁরা স্থানীয় অটোচালকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন শুধুমাত্র মারাঠি ভাষায় কথা না বলার কারণে। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি সমগ্র দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক অটোচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন পরিবারটি। ভিডিওতে একজন চালককে বলতে শোনা যায়, 'ওহ্‌ মেরি পহচান ওয়ালে হ্যাঁ (সে আমার পরিচিত)।' অন্য একজন বলেন, 'ম্যায়নে কিসিকো নেহি বুলায়া (আমি কাউকে ডাকিনি)।' পরিবারের এক সদস্য তখন বলেন, 'আমাদের ছোট বাচ্চা রয়েছে, এরকম করবেন না।'

সোশ্যাল মিডিয়া ভাইরাল পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'গত রাত ১০টার দিকে কোপারখৈরানে থেকে ঘানসোলিতে যাওয়ার সময় একটি অটো আচমকা উল্টো দিক থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। এতে আমাদের নম্বর প্লেট ভেঙে যায়। পরে প্রায় ৩-৪টি অটো এসে আমাদের ঘিরে ফেলে। আমাদের ৬ মাসের বাচ্চা গাড়িতে ছিল, এরপরও তারা ভয় দেখায়, হুমকি দেয়, টাকা দাবি করে এবং মারাঠি না বলার জন্য অপমান করে। একজন তো রীতিমতো চিৎকার করে বলছে, ‘মারাঠি বলো! এটা মহারাষ্ট্র!’ একজন চালক বলে, ‘দিল্লি থেকে এসেছে, ডাবল টাকা নাও!’ এটাই বহিরাগতদের বাস্তবতা মহারাষ্ট্রে। নিরাপত্তা যেন এখন শর্তসাপেক্ষ।'

ভিডিওতে থাকা ওভারলে টেক্সটে লেখা, 'মারাঠি বলো! এটা মহারাষ্ট্র! মারাঠি না বলায় স্থানীয়দের দ্বারা হেনস্থা! বহিরাগতদের জন্য মহারাষ্ট্র নিরাপদ নয়!'
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বহু ব্যবহারকারী মুম্বই পুলিশকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, 'খুবই হতাশাজনক। আশা করি আপনারা নিরাপদ আছেন।' আরেকজন মন্তব্য করে বলেন, 'মহারাষ্ট্র এখন বহিরাগতদের জন্য নিরাপদ নয়।' কেউ আবার বলে বসেন, 'সাহস করে প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকবেন।'

আরও পড়ুনঃ হেলমেট নেই মাথায়, বেপরোয়া বাইকের ট্যাঙ্কে বসে প্রেমিককে জড়িয়ে রোম্যান্স যুবতীর, ভিডিও দেখতেই মাথায় হাত

খবর অনুযায়ী, পরিবারের সদস্য জোয়া জাকারি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, 'রাত ১০টার দিকে আমি, আমার স্বামী, ৬ মাসের সন্তান, খালা ও তাঁর সন্তানদের নিয়ে গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ উল্টো দিক থেকে একটি অটো এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। আমাদের নম্বর প্লেট ভেঙে যায়, কিন্তু অটোতে সামান্য ক্ষতি হয়। তখন তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু চালক উল্টে আমাদেরই দোষ দেয়। পরে সে চলে যায়, আমরাও এগিয়ে যাই।'

এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়ানক রূপ নেয় বলে অভিযোগ। জোয়ার দাবি, ' কিছুক্ষণ পর আরেকটি অটো এসে আমাদের পথ আটকে দেয়। তারপর আরও তিন-চারটি অটো এসে ঘিরে ফেলে। তারা আমাদের গাড়ি থেকে নামতে বলে। আমরা ভাষা না জানায় আতঙ্কিত হয়ে পড়ি।'

চালকরা দাবি করেন, গাড়ির ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে চার  থেকে পাঁচ হাজার টাকা দিতে হবে। পরিবার জানায়, অটোচালকরা তাঁদের দিল্লির নম্বর প্লেট দেখে কটাক্ষ করেন এবং বলেন, 'মহারাষ্ট্রে এসেছ, মারাঠি বলো', 'দিল্লি থেকে এসেছে, ডাবল টাকা নাও।'

জোয়া বলেন, 'আমরা সামান্য ক্ষতির জন্য টাকা দিতে রাজি ছিলাম, কিন্তু তারা বেশি টাকা দাবি করে। এরপর এক গ্যারাজে নিয়ে যাওয়া হয়। সেখানে মেকানিক ওই চালকেরই বন্ধু ছিল। সে হাজার টাকা দাবি করে, শেষমেশ আমরা প্রায় ১২০০ টাকা দিয়ে দিই চাপের মুখে।'

পুলিশে অভিযোগ না করার বিষয়ে জোয়া বলেন, 'স্থানীয় কিছু মানুষ বলেছিল, পুলিশ সাধারণত স্থানীয় চালকদের পক্ষই নেয়। তাই আমরা অভিযোগ করিনি।' বর্তমানে এই পরিস্থিতি নিয়ে এলাকায় চরম শোরগোল।

আরও পড়ুনঃ রাস্তা পরিষ্কারে এবার ঝাঁটা হাতে বিদেশিরা, হাঁ করে দেখলেন শহরবাসী, লজ্জায় মুখ লুকোচ্ছে পৌরসভা