আজকাল ওয়েবডেস্ক : বিহারে ভুয়ো চিকিৎসকের কেরামতি। ইউটিউব দেখে অপারেশন করতে গিয়ে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে বমির সমস্যা নিয়ে গণপতি সেবা সদনে গিয়েছিল ওই কিশোর। তার বাড়ির লোক সঙ্গে ছিল। তবে চিকিৎসক তাঁকে বলেন তার গলব্লাডার সমস্যা হয়েছে। স্টোন রয়েছে সেখানে। তবে প্রথমে অপারেশন করতে চায়নি ওই কিশোরের পরিবার। তবে চিকিৎসক কোনও কথা না শুনে অপারেশন করে।
ইউটিউবে অপারেশন ভিডিও দেখে ওই কিশোরের পেট কেটে ফেলে ওই ভুয়ো চিকিৎসক। কিন্তু পরে কিশোর জ্ঞান হারানোর পর তাঁকে সেখান থেকে অন্য হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। সেখানে যাবার পথে মৃত্যু হয় ওই কিশোরের।
পরিবারের অভিযোগ ওই চিকিৎসক জোর করে তাঁদের না জানিয়ে এই অপারেশন করেছে। ছেলের মৃত্যু হওয়ার পর দুজনে জ্ঞান হারান। তাঁদের হাসপাতালে ভর্তি করার পর তারা সুস্থ রয়েছে।
পুলিশ জানিয়েছে এই ঘটনার জেরে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক পলাতক। তার খোঁজে শুরু হয়েছে অভিযান। যেখানে এই ঘটনা হয়েছে সেই হাসপাতাল আপাতত সিল করে দেওয়া হয়েছে।
