আজকাল ওয়েবডেস্ক: ইপিএফও থেকে যারা পেনশন পেয়ে থাকেন তাদের জন্য সুখের খবর। এখানে সর্বনিম্ন পেনশনের টাকা হতে চলেছে ৭ হাজার। ২০২৫ সালে ইপিএফ স্কিমের মধ্যে এটা যুক্ত হতে চলেছে। এখানেই শেষ নয়, পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়ার কথা ভাবা হচ্ছে। অবসরকালে যাতে পেনশনভোগীরা আরামে নিজের জীবন কাটাতে পারেন সেদিকে নজর দিতেই এই ব্যবস্থা।


এতদিন পর্যন্ত সর্বনিম্ন পেনশনের টাকা অনেকটাই কম ছিল। তবে এবার সেখান থেকে বাড়তে চলেছে টাকার অঙ্ক। যদি এই ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে ৬০ লক্ষ পেনশনভোগীরা বিশেষ উপকৃত হবেন। এরা সকলেই এই পেনশনের উপরেই নির্ভর করে থাকেন। তাই সেখান থেকে তাদের বিশেষ সুবিধা হবে।

 


তবে এবার নতুন যে বিষয়টি সকলের মুখে বাড়তি হাসি তুলে দেবে সেটি হল ডিএ। যদি এটি চালু হয়ে যায় তাহলে পেনশনভোগীরা আরও বেশি সুবিধা পাবেন। তবে কত টাকা ডিএ দেওয়া হবে তা এখনও স্থির করা হয়নি বলেই খবর। 


যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা যদি এই সুবিধা পান তাহলে তারা অনেক বেশি ভালভাবে নিজেদের অবসর কাটাতে পারবেন। পেনশন বৃদ্ধির পাশাপাশি যদি ডিএ নিয়ে ইপিএফ সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে সেখানে প্রবীণ নাগরিকরা অনেক বেশি নিশ্চিত হতে পারবেন।  

 


বর্তমানে দেশে প্রচুর পেনশনভোগীরা রয়েছেন যারা ইপিএফ থেকে পেনশন পেয়ে থাকেন। যদি তাদের অর্থের পরিমান বাড়ে তাহলে তারা অনেক বেশি সুবিধা পাবেন। ফেব্রুয়ারি মাসেই বাজেট রয়েছে। সেখানে এই ঘোষণা হতে পারে। যত দ্রুত এই ব্যবস্থা চালু হবে ততই আরামে থাকতে পারবেন প্রবীণ নাগরিকরা। 


ইপিএফ বরাবরই প্রবীণ নাগরিকদের বিষয়টি মাথায় রেখে কাজ করে থাকে। তবে এবার যদি তারা পেনশনের টাকা বাড়ানোর বিষয়টিতে জোর দেন তাহলে সেটি হবে এক ঐতিহাসিক পদক্ষেপ। চলতি অর্থবর্ষেই এই নিয়ম চালু হয়ে গেলে দেশের ৬০ লক্ষ পেনশনভোগীরা বেশ খানিকটা নিশ্চিত হতে পারবেন। সেখানে অবসরের পর তাদের জীবন অনেক বেশি আরামের হবে।