আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য। এক কম্পানির এইচআর এক্সিকিউটিভ জানান তাঁর অফিসের এক কর্মী একদিনেই চাকরি ছাড়েন৷ 'মুঝে ইয়ে কাম পসান্দ নেহি আয়া ( আমার এই কাজ পছন্দ হয়নি )' বলেই এই কান্ড। গোটা ঘটনার কথা পোস্ট করতেই মন্তব্যের ঝর।  

সুত্রে জানা গিয়েছে, এইচআর শুরুতেই ওই মহিলাকর্মীকে কাজের বিষয়ে জানিয়েছিলেন৷ প্রার্থী কোনও ফোন কল বা কোনও ব্যাখ্যা ছাড়াই চলে গেছেন। কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কর্মী শুরুতে রাজি ছিলেন। 

পোস্টে এমন লেখা ছিল, সকলকে শুরুতেই সমস্ত সন্দেহ স্পষ্টভাবে জিজ্ঞাসা করা উচিৎ। নিশ্চিত না হলে হ্যাঁ বলার জন্য তাড়াহুড়ো করতে বারণ করা হয়েছে পোস্টে। নীরবতা কখনই পেশাদারিত্ব দেখায় না। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যে ছড়াছড়ি৷ কেও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ কেও আবার চাকরি ছাড়ার পেছনের কারণ জানতে চেয়েছেন। মিলিত প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন এই ঘটনাকে প্রকৃত 'জেন জি' মনোভাব বলে দোষারোপ করেছেন।