আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। নয়া দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হবে, যা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে। নির্বাচনের ফলাফল ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের তত্ত্বাবধানেই ভোট হতে পারে দিল্লিতে। আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন রাজীব কুমার।
সূত্রের খবর, তাঁর অবসর গ্রহণের আগেই দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির পরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে বিহারে। সেক্ষেত্রে রাজীব কুমারের পর যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়ে আসবেন বিহার ভোটের আগে তিনি যথেষ্ট সময় পাবেন প্রস্তুতির জন্য। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোটের আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিউ দিল্লি কেন্দ্রে লড়বেন বিজেপির প্রাক্তন সাংসদ পরভেশ সাহিব সিং বর্মা।
ক্ষমতাসীন আম আদমি পার্টি ইতিমধ্যেই সব কেন্দ্রের প্রার্থীদের তালিকা ঘোষণা দিল্লির প্রাক্তন পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট আপ ছেড়ে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি এবার টিকিটও পেয়েছেন বিজওয়াসন কেন্দ্র থেকে। কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী অতিশির বিরুদ্ধে লড়বেন বিজেপির রমেশ বিদুরি। যিনি দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ ছিলেন ২০২৪ পর্যন্ত। ২০২৪ লোকসভা ভোটে বিদুরিকে টিকিট দেয়নি বিজেপি। তবে বিধানসভায় টিকিট পেলেন তিনি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। আর পূর্ব দিল্লির গান্ধীনগর আসন থেকে বিজেপির হয়ে লড়বেন অরবিন্দর সিং লাভলি।
