আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খাওয়ার পর বিধান পরিষদের ভোটে দুর্দান্ত কামব্যাক বিজেপির। ১১টি আসনের মধ্যে নটিতেই জিতেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। উল্লেখ্য, এই নির্বাচনে আম জনতা অংশ নেয় না। পরিষদীয় নেতারাই নির্বাচনে অংশ নেন। তবুও লোকসভা নির্বাচনের পর ধাক্কা সামলে এই জয়কে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


১১টি আসনের মধ্যে পাঁচটি আসন এসেছে বিজেপির দখলে। একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে দুটি আসন। অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে দুটি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন। চলতি বছরই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে এই জয় যে বিজেপিকে বাড়তি স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। বিধান পরিষদের এই ভোটে ১১টি আসনে প্রার্থীর সংখ্যা ছিল ১২।



শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছিল বিরোধীরা। যদিও তা ধোপে টেকেনি। গণনার কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায় চিত্র। লোকসভায় ভরাডুবির পর এই জয়ে আত্মবিশ্বাস বাড়ল বিজেপির।