আজকাল ওয়েবডেস্ক: আপনার রেশন কার্ডটি ই কেওয়াসি করিয়েছেন তো। যদি না করে থাকেন তাহলে অবিলম্বে সেটি করে নিন। নাহলে সরকার তার শেষ সময় বলে দিয়েছে। যদি এর মধ্যে এটি শেষ না করেন তাহলে রেশন মেলা বন্ধ হয়ে যেতে পারে।
অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকার একটি নির্দিষ্ট সময় দিয়েছে। তার মধ্যে নিজের রেশন কার্ডের ই কেওয়াইসি করে নিতে হবে। নাহলে রেশন আর মিলবে না।
এই পদক্ষেপটি নেওয়া হয়েছে কারণ নতুন রেশন কার্ড. ঠিকানা পরিবর্তন, নাম পরিবর্তন, জন্ম বা মৃত্যুর হিসেব সব নজরে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে এই কাজটি সেখানে শেষ করতে হবে। নাহলে রেশন আর নিতে পারবেন না।
সেখানকার সরকার জানিয়ে দিয়েছে যদি সঠিকভাবে এই কাজটি না করা হয় তাহলে সেখান থেকে সকলের রেশন নিতে সমস্যা তৈরি হতে পারে। যদি এই কাজটি দ্রুত না করা হয় তাহলে সকলে যে তা করে নেন। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে। এই কাজটি যাতে সঠিকভাবে চলতে পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।
গোটা দেশেই এখন এই কাজটি দ্রুত গতিতে করা হয়েছে। প্রতিটি রেশন দোকান থেকে এই কাজটি করা হয়েছে। সেখানে যদি কেউ মনে করে থাকেন তিনি পরে করে নেবেন তাহলে তিনি ভুল করেছেন। সরকার যে নির্দিষ্ট সময় দিয়েছে সেই সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। নাহলে রেশন দোকানে গিয়ে রেশন পাবেন না।
