আজকাল ওয়েবডেস্ক: যেখানেই জল নিয়ে যেতে চান বা খেতে চান সেখানে আপনি প্লাস্টিকের বোতল করেই জল নিয়ে যান। এমনকি ঘরে জল রাখতে হলেও আমরা প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি। বেশ কয়েক বছর ধরে এই ট্রেন্ড চলছে।
তবে এটা অনেকের জানা থাকে না যে প্লাস্টিকের বোতলে এমন কিছু ক্ষতিকারক পদার্থ থাকে যেটি দেহের মধ্যে নানা ধরণের রোগ তৈরি করতে পারে। জলের মধ্যে সেই ক্ষতিকারক পদার্ অতি সহজেই মিশতে পারে।
যদি একটি প্লাস্টিকের বোতলকে আপনি ঘরে রেখে সেখান থেকে জল পান করেন তাহলে সেখানে ফ্লুরাইড, আর্সেনিক এবং অ্যালুমিনিয়াম মিশতে পারে। এগুলি জলের মধ্যে দিয়ে অতি সহজেই দেহে গিয়ে নানা ধরণের রোগ তৈরি করতে পারে।
যদি প্লাস্টিকের বোতলকে গরমের মধ্যে রেখে দেন তাহলে অতি দ্রুত সেখান থেকে এক ধরণের টক্সাইড তৈরি হতে পারে। এই টক্সাইড জলের সঙ্গে মিশে গিয়ে যে বিক্রিয়া করবে সেখান থেকে স্তন ক্যান্সার তৈরি হতে পারে।
যেখান থেকে এই প্লাস্টিকের বোতলগুলি তৈরি হয় সেখানে এগুলিতে এক ধরণের বিপিও মেশানো হয়। যেগুলি প্রথমবার ব্যবহারের পর ফেলে না দেওয়া হলে সেখান থেকে দেহে নানা ধরণের বিক্রিয়া তৈরি হবে। এখান থেকে ডায়বেটিস, ওবেসিটি হতে পারে।
যেসব প্লাস্টিকের বোতলে নানা ধরণের রঙিন জল থাকে সেখানে এই রং মেশানো জল থেকে নানা ধরণের রোগ তৈরি হতে পারে। এগুলি নানা ধরণের পেটের রোগ তৈরি করতে পারে।
যদি প্লাস্টিকের বোতল থেকে জল পান করেন তাহলে সেখান থেকে দেহে প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে যদি হঠাৎ করে কোনও রোগ আক্রমণ করে তাহলে অতি সহজেই সেই ব্যক্তি তার শিকার হয়ে যাবেন। তাই প্লাস্টিকের যেকোনও বোতল একবার ব্যবহার করে ফেলে দেওয়াটা উচিত। নাহলে সেখান থেকে নানা ধরণের রোগের শিকার হবে আমাদের দেহ।
