নিতাই দে, আগরতলা: ত্রিপুরার নতুন লোকাযুক্ত হিসেবে আজ শপথ গ্রহণ করলেন ড. বিভাস কান্তি কিলিকদার। রাজভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসনের কর্মকর্তারা।
শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন লোকাযুক্ত বলেন, 'রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে গেলে সবার সহযোগিতা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন দুর্নীতি যাতে শূন্যতে নেমে আসে।' তবে বর্তমানে যে রাজ্যজুড়ে দুর্নীতি চলছে তা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন তিনি।
জানিয়েছেন, 'অস্বীকার করার কিছু নেই, রাজ্যের সব জায়গাতেই দুর্নীতি রয়েছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তা এককভাবে সম্ভব নয়। দুর্নীতি মুক্ত করতে গেলে সকলের সহযোগিতা দরকার।'
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসনের কর্মকর্তারা।
শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন লোকাযুক্ত বলেন, 'রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে গেলে সবার সহযোগিতা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন দুর্নীতি যাতে শূন্যতে নেমে আসে।' তবে বর্তমানে যে রাজ্যজুড়ে দুর্নীতি চলছে তা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন তিনি।
জানিয়েছেন, 'অস্বীকার করার কিছু নেই, রাজ্যের সব জায়গাতেই দুর্নীতি রয়েছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তা এককভাবে সম্ভব নয়। দুর্নীতি মুক্ত করতে গেলে সকলের সহযোগিতা দরকার।'
