আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টানটান উত্তেজনা। খেলা দেখতে দেখতেই মৃত্যু হল ১৪ বছরের কিশোরীর। ভারতের জয়ের পর যখন দেশজুড়ে উল্লাসে মেতে ওঠেন দেশবাসী, তখনই শোকের ছায়া কিশোরীর পরিবারে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি রটে যায়, বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের কারণেই কিশোরীর হার্ট অ্যাটাক হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। মৃত কিশোরীর নাম, প্রিয়াংশী। অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। গত রবিবার পরিবারের সঙ্গে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখছিলেন। জানা গেছে, এক রানে বিরাট কোহলি আউট হওয়ার পর জ্ঞান হারিয়ে বাড়িতেই লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এরপরই রটে যায়, বিরাট কোহলির এক রানে আউট হওয়ার ঘটনাটি সহ্য করতে পারেনি কিশোরী। তার জেরেই এই মর্মান্তিক পরিণতি। কিন্তু মৃত কিশোরীর বাবা জানিয়েছেন, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। ম্যাচ চলাকালীন তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে তাঁকে ফোন করে জানানো হয়, প্রিয়াংশী অজ্ঞান হয়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কিশোরীর বাবা অজয় পান্ডে জানিয়েছেন, কিশোরী যখন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল, তখনও বিরাট কোহলি ব্যাটিং শুরু করেননি। তাঁর মৃত্যুর সঙ্গে কোহলির পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই।
