আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর, ছবি একই। শীতের আগে, বিশেষ করে দীপাবলি, দিওয়ালি পেরোতেই আর শ্বাস নেওয়া যায় না দিল্লির রাস্তায়। প্রাণ ওষ্ঠাগত। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই দিল্লির সরকার বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল। তাতে বিতর্কও হয়েছিল, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে সিদ্ধান্ত বদল করেনি সরকার। নজর ছিল, পরিস্থিতি ঠিক কী দাঁড়ায় সেদিকে।
শনিবার সকালের পরিসংখ্যান বলছে, বিশ্বের দূষিততম শহর দিল্লি। আইকিউএয়ার, সুইজারল্যান্ডের এক সংস্থা, তাদের সমীক্ষা বলছে বাতাসের গুণগত মানের নিরিখে বিশ্বের দূষিততম শহর দিল্লি। হিসেব বলছে, শনিবার সকালে আনন্দ বিহার স্টেশনে বাতাসের একিউআই ছিল ৩৮৮। দেশের রাজধানীর বেশিরভাগ জায়গাতেই এই মাত্রা ৩৫০ এর উপরে। স্বাভাবিক ভাবেই বাড়ছে আশঙ্কা। এই বাতাস যে জীবন যাপনের জন্য স্বাস্থ্যকর নয়, সেই সতর্কতা চিকিৎসকরা আগেও দিয়েছেন বারবার।
তবে এসবের মধ্যেও নয়া রেকর্ড গড়েছে দিল্লি। সর্বভারতীয় সংবাদ সংস্থা বলছে, শুক্রবারের বাতাসের গুণগত মান অনুযায়ী, দিল্লি ২০১৫ সালের পর থেকে দ্বিতীয় পরিচ্ছন দিওয়ালি পরবর্তী পরিস্থিতিতে রয়েছে। মনে করা হচ্ছে, জোরালো উত্তুরে বাতাস কিছুটা পরিস্থিতি সামাল দিয়েছে এবছর। পরিসংখ্যান বলছে শুক্রবার বিকেলে বাতাসের একিউআইয়ের মাত্রা ছিল ৩৩৯। সন্ধে নাগাদ আরও কমে মাত্রা। যদিও শনিবার সকালে তা লাফিয়ে বেড়েছে, তেমনটাই বলছে সুইজাল্যান্ড-এর ওই সংস্থা।
