আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে দিল্লিতে। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। মৌসম ভবন জানিয়েছে, আজ, বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন রাজধানীতে। তাপমাত্রার পারদ নেমেছে ১১ ডিগ্রির ঘরে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরে তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধি রোডে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে নভেম্বরে মাঝামাঝি সময়ে তাপমাত্রা হু হু করে কমছে। সোমবার উত্তর ভারতের পার্বত্য এলাকায় তুষারপাত হয়েছে। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছে কাশ্মীর।
শীত আসতে না আসতেই দিল্লির বাতাসের গুণগত মানের আরও অবনতি হচ্ছে। দীপাবলির দুই সপ্তাহ পরেও এর উন্নতি হয়নি। গতকালের তুলনায় আজ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধবার দিল্লির বাতাসের গুণগত মান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৩৭০। বৃহস্পতিবার সকালে এই গুণমান আরও খারাপ পর্যায়ে। আজ সকালে একিউআই ছিল ৪৩২। গতকালের তুলনায় আরও কমেছে দৃশ্যমানতাও। এর ফলে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ফের ব্যাহত হয়েছে। দেরিতে ওঠানামা করছে অধিকাংশ বিমান। ধীর গতিতে ট্রেন চলাচল করছে। রাস্তাঘাটে যানজটের সৃষ্টিও হয়েছে।
