আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালির আগে বিরিয়ানি অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতে এসে যে কথা বলে গেলেন, তাতে তাজ্জব ক্রেতা। সামজমাধ্যমে দিল্লির ওই যুবক জানিয়েছেন, তিনি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলেন। কিন্তু অবাক হলেন যখন খাবার পৌঁছল।

 

 

ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতে এসেছিলেন। খাবার দিয়ে গেলেন, কিন্তু তার সঙ্গেই সমালোচনা করে গেলেন। খাবার দেওয়ার পরেও তিনি দাঁড়িয়ে ছিলেন। বকাঝকা করেছেন। কী বলেছেন? সমাজমাধ্যমে ওই যুবক জানিয়েছেন, ওই ডেলিভারি বয় চিকেন বিরিয়ানি পৌঁছে দিয়ে বলেন, 'এসব ভুল করছেন, ঠিক করছেন না একেবারে।' কারণ জিজ্ঞাসা করায় বলেন, দিওয়ালি পর্যন্ত চিকেন, মটন এড়িয়ে যাওয়া উচিত। উৎসবের সময় ঘরদোর পরিষ্কার করা উচিত বলেও জানিয়ে যান তিনি। 

 

সমজমাধ্যমে বিরিয়ানির প্যাকেটের ছবি দিয়ে, অভিজ্ঞতার কথা লিখেছেন ওই যুবক। বলেছেন, সারাদিন না খেয়ে থাকার পর, বিরিয়ানি অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারি বয় যেভাবে তিরস্কার করে গিয়েছেন, তারপর থেকে মনমরা হয়ে পোস্ট লিখেছেন সমাজমাধ্যমে।