আজকাল ওয়েবডেস্ক: পাঁচতারা হোটেলের বাইরেই চুলোচুলি তরুণ ও তরুণীদের। চারজনের একসঙ্গে হাতাহাতি করার ভিডিও ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণ পরেই আরও ভয়াবহ ঘটনা ঘটে। এক তরুণীর উপর একসঙ্গে হামলা চালায় ওই দুই তরুণ ও এক তরুণী। কী কারণে ঝামেলা চলছিল, তা এখনও জানা যায়নি। তবে সকলেই তরুণীকে হেনস্থার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন। পুলিশি পদক্ষেপের আর্জিও জানিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সূত্রের খবর, অশোকা রোডের এক পাঁচতারা হোটেলের বাইরে ভয়াবহ হেনস্থার শিকার হন এক তরুণী। ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তরুণীকে টেনে হিঁচড়ে মারধর করতেও দেখা গেছে। তরুণীকে হেনস্থার ঘটনা দেখে ভিড় জমান পথচলতি মানুষরা। কিন্তু কেউই এগিয়ে আসেননি সাহায্য করতে।
ভিডিওতে দেখা গেছে, এক তরুণীকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। ওই তরুণী আরেক তরুণীর চুলের মুঠি ধরে টেনে নামানোর চেষ্টা করছেন। দু'জনকেই আটকানোর চেষ্টা করেন ওই দুই তরুণ। একজনকে আরেকজন বলেন, 'তুই তোর বোনকে থামতে বল। হাত সরাতে বল।'
এখানেই বিষয়টি থেমে ছিল না। ওই তরুণীকে মাটিতে ফেলে আবারও মারধর করতে দেখা গেছে। এরপর গাড়িতে গিয়ে বসেছিলেন ওই তরুণী। সেখানে বসেই এক তরুণকে হুমকি দেন। তরুণীর দাদাও হুমকি দেন, 'আমার বোনের গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!' এরপর তরুণীকে গাড়িতে টেনে হিঁচড়ে কয়েক মিটার দূরে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরও এক শ্লীলতাহানির ঘটনা ঘটে। চলন্ত বাসেই শ্লীলতাহানি। বাসের সিটে বসেই তরুণীকে হেনস্থা। পাশে বসে থাকা যুবকের কীর্তি নিজেই ক্যামেরাবন্দি করেছিলেন ওই তরুণী। ফোনে ভিডিও তুলেছিলেন যুবকের শ্লীলতাহানির ঘটনাটি। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি শেয়ার করেন ওই তরুণী। যা সমাজমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে।
জানা গেছে, এক সরকারি বাসেই শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে। তরুণী ক্লান্ত হয়ে বাসে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সুযোগেই শ্লীলতাহানি করে ওই যুবক। টের পেয়েই ফোনের ক্যামেরা চালু করেন ওই তরুণী। চলন্ত বাসে সিটে বসেই তরুণীর গায়ে হাত দেয় সে। এমনকী তাঁর গোপনাঙ্গেও হাত দেয়। গোটা ঘটনাটিই ক্যামেরাবন্দি করেছিলেন তরুণী।
ভিডিওতে দেখা গেছে, তরুণীর গা ঘেঁষে বেসেই অশালীন আচরণ করে ওই তরুণ। কখনও গায়ে, কখনও গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করছিল। কয়েক মিনিট ঘটনাটি সহ্য করেই বাসেই চিৎকার শুরু করেন ওই তরুণী। বাসের যাত্রীদের সামনেই যুবকের কেচ্ছা ফাঁস করেন। পাশাপাশি যুবকের কীর্তির ভিডিওটি দেখান। তরণী চিৎকার করতেই হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে ওই যুবক।
এখানেই শেষ নয়। শ্লীলতাহানির ঘটনাটি ঘটার পরেই বাসটি রাস্তার একপাশে থামিয়ে দেন চালক। বাসের যাত্রীরা অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেন। ভিডিওটি ইতিমধ্যেই এক কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন সকলে। এভাবেই যুবকের কীর্তি সাহস দেখিয়ে প্রকাশ্যে আনার জন্য কুর্ণিশ জানিয়েছেন তাঁকে।
