আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাত। দিনভর কাজ করে রাজস্থানের পাঁচজন, জিরিয়ে নিচ্ছিলেন দিল্লির রাস্তায়। সারাদিনের ক্লান্তির শেষে ঘুমিয়েছিলেন তাঁরা ফুটপাথে। তখনও জানতেন না, কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করে রয়েছে। মাঝরাতে, ঘুমের মাঝে দিল্লিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গাড়ি পিষে দিল ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের। মুহূর্তে রক্তে ভেসে গেল রাজধানীর রাস্তা। মৃত পাঁচ। দিল্লির অভিজাত এলাকায় যা ঘটে গিয়েছে রাতের অন্ধকারে, ঘটনায় শিউরে উঠছেন সাধারণ মানুষ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ৯ জুলাই। রাত্রি ১টা ৪৫ নাগাদ। শনিবার একজন কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের কাছে একটি ফুটপাথে ঘুমোচ্ছিলেন পাঁচজন। ছিলেন দুই দম্পতি এবং একজন শিশু। মধ্যরাতেই, এক অডি গাড়ি পিষে দেয় তাঁদের। লাধি, বয়স ৪০, তার আট বছরের মেয়ে বিমলা, লাধির স্বামী সাবামি ওরফে চিরমা, যাঁর বয়স ৪৫, রাম চন্দ্র, বয়স ৪৫ এবং তার স্ত্রী নারায়ণী, বয়স ৩৫। তাঁরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘ও ছেলেদের সঙ্গে…‘, রাধিকার বাবা কেন রেগে যেতেন, বড় সত্যি ফাঁস করলেন ছোটবেলার বন্ধু...
জানা গিয়েছে, ওই ঘাতক গাড়ির গাড়ির চালকের আসনে ছিলেন উৎসব শেখর নামের এক ব্যক্তি। বয়স বছর ৪০। পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসা তথ্যও, শিব ক্যাম্পের সামনে ফুটপাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই পাঁচজন। গভীর রাতে আচমকা একটি সাদা অডি গাড়ি তাদের উপর দিয়ে চলে যায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাইয়া হলেও শেষ রক্ষা হয়নি বলেই জানা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। অন্যদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ওই ঘাতক গাড়িটিও। গারিটির দুর্ঘটনার পরের ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। তাতে অডির সামনের দিকের ক্ষতিগ্রস্ত অংশ চোখে পড়ার মতো। যদিও চালক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কি না তা জানা যায়নি এখনও।
জানা গিয়েছে অভিযুক্ত চালক শেখর, দ্বারকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। শেখরকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করা হয়েছে। আরও বিস্তারিত তথ্যের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।

সাম্প্রতিককালে একাধিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেশের নানা জায়গায় বেপরোয়া গতির বলি বহু। পথ দুর্ঘটনা বিষয়ে একাধিক বিধি, সতর্কীকরণ থাকার পরেও, বহু মানুষ স্রেফ গাহ্যই করেন না এসব বিষয়ে।
জুন মাসের শেষ দিকে বড় গাড়ির পিষে দেওয়ার ঘটনা ঘটে খাস কলকাতায়। ২৮জুন রাত পৌনে এগারোটা নাগাদ, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়ে, যে বাইক চালককে চেনাই দুষ্কর হয়ে ওঠে। কোনওরকমে তাঁর দেহাংশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কেবল দিল্লি কিংবা কলকাতা নয়, দেশের নানা প্রান্তে বারে বারে বেপরোয়া গাড়ি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।
