আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সিবিআই তদন্ত। দিল্লি হাইকোর্ট শুক্রবার দিল্লির কোচিং সেন্টারে ৩ ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল। দিল্লি পুরসভা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন উঠে যায় আদালতে। আদালত জানায়, তদন্ত নিয়ে সাধারণ মানুষের মনে যাতে কোনও ক্ষোভ না থাকে সেজন্যেই এই মামলার তদন্তভার দেওয়া হল সিবিআইকে।
এদিন এই মামলাটি ওঠে বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডালের বেঞ্চে। সেখানে প্রশ্ন তোলা হয় কেন নিকাশি ব্যবস্থা ঠিক ছিল না? এই ঘটনায় সরকারি আধিকারিকরাও জড়িত থাকতে বলে মনে করছে আদালত।
প্রসঙ্গত, রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দিল্লির পশ্চিমের রাজেন্দ্র নগরে একটি কোচিং সেন্টার। সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন ছিলেন পড়ুয়ারা। হঠাতই বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। সকলকে উদ্ধার করা হলেও তিনজন জলে ডুবে মারা যায়। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কেন্দ্র সরকারকে বারে বারে বিদ্ধ করতে থাকে বিরোধী শিবির। তবে শেষমেষ কেন্দ্রীয় এজেন্সির হাতেই গেল এই ঘটনার তদন্তভার।
এদিন এই মামলাটি ওঠে বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডালের বেঞ্চে। সেখানে প্রশ্ন তোলা হয় কেন নিকাশি ব্যবস্থা ঠিক ছিল না? এই ঘটনায় সরকারি আধিকারিকরাও জড়িত থাকতে বলে মনে করছে আদালত।
প্রসঙ্গত, রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দিল্লির পশ্চিমের রাজেন্দ্র নগরে একটি কোচিং সেন্টার। সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন ছিলেন পড়ুয়ারা। হঠাতই বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। সকলকে উদ্ধার করা হলেও তিনজন জলে ডুবে মারা যায়। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কেন্দ্র সরকারকে বারে বারে বিদ্ধ করতে থাকে বিরোধী শিবির। তবে শেষমেষ কেন্দ্রীয় এজেন্সির হাতেই গেল এই ঘটনার তদন্তভার।
