আজকাল ওয়েবডেস্ক: দিল্লি হাই কোর্ট আজ স্বঘোষিত ধর্মগুরু ও পতঞ্জলি প্রতিষ্ঠাতা  রামদেবকে নির্দেশ দিয়েছে, তিনি যেন আর কোনো প্রতিযোগী সংস্থাকে লক্ষ্য করে সাম্প্রদায়িক মন্তব্য, সামাজিক মাধ্যম পোস্ট কিংবা কুৎসামূলক বিজ্ঞাপন না দেন।

হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনের দায়ের করা মামলার শুনানিতে, রামদেবের আইনজীবী রাজীব নায়ার জানান যে আদালতের আগের নির্দেশ অনুযায়ী একটি হলফনামা জমা দেওয়া হবে। আদালত জানিয়েছে, ওই হলফনামাটি দিনের মধ্যেই জমা দিতে হবে।

উল্লেখ্য, হামদর্দের রুহ আফজা পণ্যের বিরুদ্ধে প্রচারে রামদেব “শরবত জিহাদ” শব্দটি ব্যবহার করেন এবং দাবি করেন এই সংস্থার আয় মাদ্রাসা ও মসজিদ নির্মাণে ব্যবহার হয়।

গত ২২ এপ্রিল, বিচারপতি অমিত বংশল রামদেবের মন্তব্য ও ভিডিও দেখে বলেন, “আমি নিজের চোখে ও কানে বিশ্বাস করতে পারিনি। এটি আদালতের বিবেককে নাড়া দিয়েছে।”

রামদেব পরে দাবি করেন, তিনি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি।

এই মন্তব্য নিয়ে সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, অনেকেই একে সাম্প্রদায়িক উসকানি হিসেবে আখ্যা দেন।