আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরের শীতে ফের নতুন করে যুদ্ধে নামতে চলেছে দিল্লিবাসী। পরিবেশমন্ত্রী গোপাল রাই ইতিমধ্যেই দূষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন অংশে শুরু হয়েছে প্রচার। যেভাবে প্রকৃতির খেয়াল পরিবর্তন হয়েছে সেদিক থেকে তাল রেখে প্রতিবার শীতেই করাল দূষণের গ্রাসে পড়ে যায় দিল্লি।

 

দিল্লিতে শীতের বাজারে দূষণ রুখতে তাই এবার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দিল্লির আপ সরকার। দিল্লিতে প্রতিবারই বায়ুতে দূষণের মাত্রা বাড়তে থাকে। যত শীতের দাপট বাড়তে থাকে ততই দূষণের পরিমানও বাড়তে থাকে। বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও। ইতিমধ্যেই ন্যাশনাল গ্রীণ ট্রাইবুনাল এবিষয়ে দিল্লি সরকারের সঙ্গে কথা বলেছে।

 

দিল্লিতে চলতি বছরের দূষণ রোধে তাই আগে থেকেই সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দিল্লি সরকার। গাড়ির দূষণ থেকে শুরু করে বিভিন্ন নির্মাণকাজ এবার শীতে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি যদি দূষণের পরিমান বেশি হয় তবে জোড় বিজোড় নীতিও ঘুরছে দিল্লি সরকারের মাথায়।

 

যদি কেউ দূষণের প্রয়োজনীয় নির্দেশ না মানে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলোর উৎসব দীপাবলিতে যাতে বায়ুদূষণ না ঘটে সেদিকেও নজর রাখছে দিল্লির সরকার।