আজকাল ওয়েবডেস্ক: বাংলায় পারদ ওঠানামা করলেও ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। নভেম্বরের প্রথমার্ধেই শীতের ঝোড়ো ব্যাটিং চলছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে। সাম্প্রতিক রিপোর্টে এমনই জানিয়েছে দিল্লির মৌসম ভবন।
এই রাজ্যগুলিতে নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা কখনও স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকছে। কোনও কোনও দিন সেটা ৬ ডিগ্রি পর্যন্ত হচ্ছে। আবহবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহে পাঁচ দিন দেশের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম কিংবা স্বাভাবিক থাকবে। বেশি হবে না। ঠান্ডা অনুভূত হবে গ্রামাঞ্চল, মফস্বল থেকে শহর সর্বত্র। পূর্ব ভারতের ক্ষেত্রে ১৮ থেকে ২১ নভেম্বর বাংলার সমস্ত জেলা ঢাকবে মাঝারি থেকে ভারী কুয়াশার চাদরে। সকালে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে শীত পড়বে জমিয়ে। কুয়াশার কারণে রাতে দৃশ্যমানতা কমবে। আগামী সপ্তাহ থেকে বাংলার আবহাওয়া শুষ্ক হবে বলে জানাচ্ছে মৌসম ভবন।
ঠান্ডায় কাঁপছে দিল্লিও। পাল্লা দিয়ে বাতাসের গুণগত মান রয়েছে অত্যন্ত খারাপ জায়গায়। মৌসম ভবনের পরিসংখ্যান, গত ১১ বছরের মধ্যে এবার শীতে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিক ভাবে স্বাভাবিকের চেয়ে কম রাজধানীতে। গত ১৫ নভেম্বর থেকে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে। রাতের তাপমাত্রা থাকছে ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নভেম্বর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে হাওয়ায় কাঁপছে মধ্য ভারতও। মুম্বইয়ে প্রতিদিনই তাপমাত্রা স্বাভাবিকের ৩ থেকে ৪ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্র, গোয়া থেকে তেলঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশায় শুরু থেকেই জমিয়ে ঠান্ডা পড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন উত্তর–পশ্চিম থেকে পূর্ব ভারত, সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
এদিকে, দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে এবং আগামী শনিবার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা। রয়েছে। তামিলনাড়ু, কেরল, অন্ধপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বজ্রপাত–সহ ঝোড়ো বৃষ্টিপাতের সতর্কবাতা জারি করেছে হাওয়া অফিস।
