আজকাল ওয়েবডেস্ক: বয়স ১৬-এর একটু বেশি। কিন্তু এই বয়সেই ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে জড়িয়ে পড়ল কিশোর। একইসঙ্গে পাঁচ আর ছ'বছরের শিশুকে ধর্ষণ। অপরাধের শাস্তি হিসেবে ওই কিশোরকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত।  মামলাটি আদালতে উঠলে জুভেনাইল বোর্ড জানিয়ে দেয়, যেহেতু অপরাধীর বয়স ১৬ বছরের বেশি, সেহেতু তাকে প্রাপ্তবয়স্ক অপরাধী হিসাবেই বিচার করা হবে। এরপরই মামলাটি ওঠে বিশেষ আদালতে। ঘটনাটি ঘটেছে নতুন দিল্লিতে।

 

 

এই মামলার স্পেশাল প্রসিকিউটর বিনীত দাহিয়া বলেছেন, অভিযুক্ত কিশোর একটি জঘন্য অপরাধ করেছে। বুধবার আদালতের পর্যবেক্ষণ, একইসঙ্গে ধর্ষণ করা হলেও যেহেতু দু'জনকে নির্যাতন করা হয়েছে, তাই এই বিরলতম ঘটনাটিকে একটি মামলা হিসেবে ধরা যাবে না। এরপরই আদালত, উভয় অপরাধের জন্য আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়।

 

 

এ দিন রায় দিতে গিয়ে বিচারপতি জানান, এত অল্প বয়সে ধর্ষণের শিকার যারা হয়, তাদের মধ্যে ট্রমা কাজ করে। তাদেরকে সেই জায়গা থেকে বার করে আনার দায়িত্বও কিছুটা আদালতের ওপরই বর্তায়। ওই নিগৃহীতা দু'জনকে সাড়ে ১০ লাখ করে ক্ষতিপূরণও দিয়েছে আদালত।

 

 

প্রসঙ্গত, কয়েক বছর আগে পর্যন্ত, ধর্ষণের মামলায় অভিযুক্তের বয়স আঠারো বছরের কম হলে জুভেনাইল আদালতে বিচার করা হত। কিন্তু দিল্লিতে ঘটা নির্ভয়া কাণ্ডে দেখা যায়, নিগৃহীতার ওপর সবচেয়ে বেশি যে নৃশংস অত্যাচার করেছে তার বয়স ১৬ বছর। এরপরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। যার ফলে আইন আনতে বাধ্য হয় সরকার। সেই থেকেই ১৬ বছর বয়সী কেউ ধর্ষক হলে তাকে আর জুভেনাইল আদালতে বিচার করা হবে না, একজন প্রাপ্তবয়স্ক অপরাধী বলেই ধরা হবে।