আজকাল ওয়েবডেস্ক: ফের নীতিপুলিশির শিকার এক দম্পতি। একজন আরেকজনের হাত কেন ধরেছেন তা নিয়েই প্রতিবেশীদের তীব্র আপত্তি। সেই থেকে পুলিশি হুমকির মুখে পড়লেন তাঁরা। ঘটনাটি দিল্লির। 

 


অভিযোগ, দিল্লির এক তরুণ দম্পতি একসঙ্গে সময় কাটাচ্ছেন। তাই ওই দম্পতি রোষে পড়েছেন প্রতিবেশীদের। তাদের বাবা-মাকে জানানো হবে বলে হুমকিও দিয়েছেন তাঁরা। সেই পরিস্থিতিতে কী করবেন, কীভাবে সামলাবেন তা বুঝতে না পেরে তারা দুজনেই হাত ধরে বসে থাকেন সেখানে। 


জানা গিয়েছে, ওই মহিলার বয়স মাত্র ২১ বছর। আর তাঁর প্রেমিকার বয়স মাত্র ২০ বছর। তিনি এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন কাজ সেরে বান্ধবীর সঙ্গে বসে থাকেন তিনি। রাত সাড়ে আটটা নাগাদ তাঁরা একটি বেঞ্চে বসেন প্রতিদিন। তিনি এদিন এও জানান, রাত সাড়ে আটটা নাগাদ তাঁরা বসলেও অশ্লীলভাবে কিছু করেন না, শুধু হাত ধরে থাকেন। এটাই তাঁদের বয়সে স্বাভাবিক। হঠাৎই কোনওভাবে ছড়িয়ে যায়, তাঁদের উপস্থিতি। এরপরই পরিস্থিতি যায় বদলে। লোকেরা পুলিশকে ফোন করে তাদের শিক্ষা দেওয়ার বিষয়ে বলতে শুরু করে। 


এমনকী তাদের বাবা মায়ের বিরুদ্ধেও অনেক অবমাননাকর কথা বলেন। তাঁরা বলেন, তাঁদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করা হয়নি তাই এমন হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, হাত ধরে থাকা এবং কাছাকাছি বসে থাকা কি দৃষ্টিকটু আচরণের মধ্যে পড়ে! এরপর তিনি জানান, হাত ধরে বেঞ্চে বসে থাকলে মামলা করা উচিত কি? হলেও সেটা যে কোনও দুজনের একান্ত ব্যক্তিগত আচরণ তাই এ নিয়ে কোনও মামলাই টিকবে না। সোশ্যাল মিডিয়ায় করা এই পোস্ট ইতিমধ্যেই ৮০০ জনেরও বেশি আপভোট পেয়েছে। 

অন্য আরেকজনের বক্তব্য, কোনও মামলা হতে পারে না এই বিষয় নিয়ে। পুলিশ তাদের বাবা-মাকে জানালে শুধু হুমকির মুখেই পড়বে ওই দম্পতি।