আজকাল ওয়েবডেস্ক: দিল্লির ভয়াবহ বায়ুদূষণের প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সরকারি অফিসগুলির জন্য ভিন্ন ভিন্ন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এরফলে যানজট কমবে বলেই মনে করছে দিল্লি সরকার। কেন্দ্রীয় সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত, দিল্লি সরকারি অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত এবং পুর কর্পোরেশনের অফিস সকাল ৮:৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই নিয়ম ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। 


এখানেই শেষ নয় পরিবেশ রক্ষায় যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। BS III পেট্রোল ও BS IV ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্য করলে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও খবর মিলেছে। পরিবহন ব্যুরো দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে বাড়তি মেট্রো সার্ভিস ও শাটল বাস চালু করেছে।  

 


পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো আশেপাশের রাজ্যগুলিতে কৃষকরা শীতকালীন ফসলের বাকি অংশ পুড়িয়ে ফেলে যা অসহনীয় পরিমাণে ধোঁয়া তৈরি করে। দিল্লির আশেপাশে অনেক কারখানা রয়েছে যেগুলি দূষণ তৈরি করে। শীতকালে ঠাণ্ডা আবহাওয়া এবং বাতাস দূষিত কণাকে বাতাসে রেখে দেয়। ফলে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়।

 


দিল্লির বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। দূষণের কারণে শহরের দৃশ্যমানতা অনেক কমে যায়, কখনও কখনও সম্পূর্ণ শহর এক ধরনের কুয়াশায় ঢেকে যায়। তাই প্রতিবছর শীত এলেই দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এর বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলেই কোনও সমস্যার সুরাহা হয় না।