আজকাল ওয়েবডেস্ক : বায়ুদূষণের জেরে জেরবার দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবার সরকারি অফিসের সময় বদল করল। দিল্লির দূষণ থেকে সরকারি কর্মচারীদের বাঁচিয়ে যাতে চলা যায় সেজন্যেই এই ব্যবস্থা নেওয়া হল। যারা পুরসভায় কাজ করেন তারা সকাল সাড়ে আটটা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত কাজ করবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করবেন।

 

দিল্লি সরকারের কর্মীরা সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত কাজ করবেন। দিল্লির জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর থেকে নির্গত গ্যাস এবং ধোঁয়া বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। বৃহৎ নির্মাণ প্রকল্পগুলি শহরের বিভিন্ন এলাকায় ধুলো ছড়ায় যা পরিবেশে দূষণের মাত্রা বাড়িয়ে দেয়।

 

পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো আশেপাশের রাজ্যগুলিতে কৃষকরা শীতকালীন ফসলের বাকি অংশ পুড়িয়ে ফেলে যা অসহনীয় পরিমাণে ধোঁয়া তৈরি করে। দিল্লির আশেপাশে অনেক কারখানা রয়েছে যেগুলি দূষণ তৈরি করে। শীতকালে ঠাণ্ডা আবহাওয়া এবং বাতাস দূষিত কণাকে বাতাসে রেখে দেয়। ফলে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়।

 

দিল্লির বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। দূষণের কারণে শহরের দৃশ্যমানতা অনেক কমে যায়, কখনও কখনও সম্পূর্ণ শহর এক ধরনের কুয়াশায় ঢেকে যায়। তাই প্রতিবছর শীত এলেই দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এর বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলেই কোনও সমস্যার সুরাহা হয় না।