আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার জানাল, অপারেশন স্বাভাবিক রয়েছে। তবে কিছু ফ্লাইট এবং নিরাপত্তা চেকপয়েন্টের সময় পরিবর্তন করা হয়েছে। ফলে এখানে খানিকটা করে দেরি লাগছে। 


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে বিমানবন্দরগুলিতে যে উন্নত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেটা এখনও চলছে। শনিবার, ভারত এবং পাকিস্তান স্থল, বায়ু ও সমুদ্রে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। 


দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড এক টুইট বার্তায় বলেছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে বিমান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু ফ্লাইটের সময়সূচি এবং নিরাপত্তা চেকপয়েন্টে ফলে সময় খানিকটা দেরি হয়েছে।


ডিআইএল দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর।  এটি রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে। ডিআইএল যাত্রীদের নিরাপত্তা চেকের জন্য অতিরিক্ত সময় দেওয়ার এবং সুষ্ঠুভাবে সেবা প্রদানের জন্য বিমান সংস্থা ও নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার পরামর্শ দিয়েছে। সাধারণত এই বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় ১,৩০০ ফ্লাইট ওঠানামা করে। 

 


প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে দেশের প্রতিটি বিমান বন্দরে জারি করা হয়েছিল সতর্কতা। তবে শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। তারপর থেকে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। যদিও পাকিস্তান সংঘর্ষ বিরতির পরও ফের ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় আক্রমণ করে। তাদের উপযুক্ত জবাব দিয়ে সমস্ত ধরণের হামলাকে ব্যর্থ করে ভারতীয় সেনা। ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের।