আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিমানবন্দরে বড় বিপত্তি শুক্রবার সকালে। পরস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক বিমানের সময় বদল করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই। কিন্তু কারণ কী?

জানা গিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একসঙ্গে বিপুল সংখ্যক বিমান উড়ানে বিলম্ব হওয়ায়, বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনা প্রসঙ্গে পাসেঞ্জার অ্যাডভাইসরিতে জানানো হয়েছে, 'এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে কারিগরি সমস্যার কারণে, IGIA (ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর)-এ বিমান পরিচালনা দেরি হচ্ছে।  DIAL (দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড)-সহ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে যাতে এটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায়।' 

কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ ফ্লাইট আপডেটের জন্য নির্দিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস) এর একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এই সমস্যা। এএআই জানিয়েছে, 'কন্ট্রোলাররা ম্যানুয়ালি ফ্লাইট পরিকল্পনা প্রক্রিয়া করছে, যার ফলে কিছু বিলম্ব হচ্ছে। প্রযুক্তিগত দলগুলি যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য কাজ করছে।' 

বেশ কয়েকটি বিমান সংস্থাও তাদের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমানের অবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার পরেই বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে।