আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বাতাসের অবস্থা ভাল নয়। শীতের আগে প্রতিবছর একই পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। তারই মধ্যে পাঞ্জাব, হরিয়ানাতে যেভাবে কৃষকরা মাঠের খড় পোড়ানোর কাজ শুরু করেছেন তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
সরকারকে কিছু না জানিয়েই কৃষকরা নিজেদের মত করে মাঠের খড় পোড়ানোর কাজ শুরু করে দিয়েছেন। এবিষয়ে কৃষকরা জানিয়েছেন, তাদের কিছুই করার নেই। মাঠের খড় যদি এখনই পুড়িয়ে না দেওয়া হয় তবে পরবর্তীকালে তাদের সমস্যা তৈরি হবে। পরের বার ফের চাষের সময় এই পুরনো খড় নিয়ে তারা প্রতিবার সমস্যায় পড়েন। সেদিক থেকে দেখতে হলে আগের খড় পুড়িয়ে ফেলাই তাদের প্রধান কাজ।
অন্যদিকে কৃষকদের কাছে গিয়ে বারেবারে খড় না পোড়ানোর আবেদন করছেন প্রশাসন। তবে কৃষকরা কোনও কথা শুনতে নারাজ। এদিকে যত বেশি করে খড় পোড়ানো হয়েছে তত বাতাসে দূষণের পরিমান বাড়ছে। এর সরাসরি প্রভাব দিল্লির বাতাসে হবে। অন্য এক কৃষক জানিয়েছেন, ছোটো জমি থাকার জন্য বাড়তি খড় ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বাড়তি খড় রাখায় জায়গা কোথাও নেই। ফলে তারা খড় পোড়ানো ছাড়া অন্য উপায় দেখছেন না।
এদিকে খড় পোড়ানোর ফলে যেভাবে বাতাস ভারী হচ্ছে তাতে আসন্ন শীতে অশনি সঙ্কেত দেখছে রাজধানী। দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। যদি অবিলম্বে একে রোখা না হয় তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
