আজকাল ওয়েবডেস্ক: দিল্লির দূষণ পরিস্থিতির আরও অবনতি। আজ মরশুমের সবচেয়ে খারাপ পর্যায়ে বাতাসের গুণগত মান বা একিউআই। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লিতে এক ধাক্কায় অনেকটা কমল দৃশ্যমানতাও। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, সোমবার দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৪৮১। যা চলতি মরশুমের সবচেয়ে 'ভয়াবহ' পর্যায়ে রয়েছে। এই নিয়ে টানা ছ'দিন দিল্লির বাতাসের গুণগত মান 'ভয়াবহ' পর্যায়েই রয়েছে। দূষণ ও ধোঁয়াশার কারণে আজ সকালে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। পালামে সকাল সাতটায় দৃশ্যমানতা ছিল ১৫০। 

 

দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ ফের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে ওঠানামা করছে সমস্ত বিমান। একাধিক বিমান সংস্থার তরফে যাত্রীদের আগাম সতর্ক করা হয়েছে। প্রতিটি বিমান আধঘণ্টা থেকে একঘণ্টা পর্যন্ত দেরিতে ওঠানামা করছে। এদিকে দূষণ প্রতিরোধে সকাল আটটা থেকে লাগু হচ্ছে GRAP-4। 

 

দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হতেই সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অফলাইনে ক্লাস বাতিল করার ঘোষণা করা হয়েছিল। দূষণ ও ধোঁয়াশার কারণে আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত স্কুলে দশম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করাতে হবে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে অফলাইনে এবং বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাইরের রাজ্যের সব ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লিতে। আপাতত রাজ্যের সর্বত্র নির্মাণকাজ ও সংস্কারের কাজ বন্ধ রাখা হবে।