আজকাল ওয়েবডেস্ক: পুলওয়ামার লড়াইয়ে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিহত হয়েছে। এরই মধ্যে, পাহেলগাঁও-এ পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির সঙ্গে বৈঠক করতে একটি ভারতীয় প্রতিনিধি দল নিউ ইয়র্কে পৌঁছেছে।

৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালু করে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই অভিযানে এখন পর্যন্ত ১০০-র বেশি কট্টর সন্ত্রাসবাদী ও তাদের সহযোগী নিহত হয়েছে।

চার দিনের তীব্র সীমান্ত লড়াইয়ের পর ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বোঝাপড়া হয়। রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি স্পষ্ট করেছেন—যে কোনও সন্ত্রাসবাদী হামলাকেই যুদ্ধের সমান বিবেচনা করা হবে।

সিং আরও বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থাপনা আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হওয়া উচিত।

তিনি পাহেলগাঁও-এ নিহত সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ সেনাদের কুর্নিশ জানান এবং আহত জওয়ানদের সাহসিকতার প্রশংসা করেন।