আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের ঝাঁসিতে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে আরও দুই সদ্যোজাতের মৃত্যু হল। গত ১৫ নভেম্বর রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে সদ্যোজাতদের জন্য তৈরি আইসিইউ (নিকু)-তে আগুন লাগে। ওই রাতেই ১০ শিশুর মৃত্যু হয়।
রবিবার সকালে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক নরেন্দ্র সিংহ সেঙ্গার বলেন , শনিবার রাতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৭।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, মৃত দুই শিশু শারীরিক অসুস্থতায় ভুগছিল। তাদের মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। উভয় ক্ষেত্রেই দেখা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তাদের দেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার যে তিন শিশুর মৃত্যু হয়েছিল, তাদের ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার কথাই হাসপাতালের তরফে জানানো হয়েছিল।
হাসপাতাল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পরেও মোটামুটি সুস্থই ছিল ওই তিন শিশু। তাদের শরীরে কোনও পোড়া বা আঘাতের চিহ্নও ছিল না। তা সত্ত্বেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাদের। চিকিৎসকদের দাবি, অসুস্থতাজনিত কারণেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে যোগী সরকার। পাশাপাশি, আহত প্রতিটি শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে বিষয়টি এখানে শেষ হচ্ছে না। বিরোধী শিবির এই বিষয়ে একহাতে নিয়েছেন মুখমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তাদের মতে শুধু ক্ষতিপূরণ দিয়ে তিনি নিজের দায় এড়াতে পারেন না। হাসপাতালে কী দুরবস্থা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে।
