অরিন্দম মুখার্জি: একসঙ্গেই বাস, তার মাঝেই জড়িয়ে পড়ল সংঘর্ষে। প্রাণ গেল একজনের! তবে, এ কোনও লোকালয়ের গল্প নয়, গল্প জঙ্গলের।

 

এক বাঘের মৃত্যু ঘটেছে, যার বয়স ৮। মৃত্যুর কারণ সঠিক জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এক বাঘের সঙ্গে অন্য বাঘের ঝামেলা, তাতেই প্রাণ গেল এক বাঘের। জানা গিয়েছে, জঙ্গলের ভেতরে এই মুহূর্তে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

 

 

বিহারের পশ্চিম চম্পারন জেলার বাল্মিকী টাইগার রিজার্ভে এই ঘটনা ঘটেছে। বাঘটির দেহ বনের মাগুরা গুহার ভেতরে ৪৬ নম্বর ঘরের মধ্যে পাওয়া গেছে। শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা বাঘের দেহ পড়ে থাকে দেখতে পান। বনকর্মীরা সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দেন।

 

  বাঘের মৃত্যুতে বনদপ্তরে অস্থিরতা বেড়ে গেছে, সিএফডিএফওর নেতৃত্বে চিকিৎসক বায়োলজিস্ট, রেঞ্জার এবং বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বাঘের মৃত্যুর কারণ জানার জন্য। বাঘের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। বনদপ্তরের ডি এফ ও প্রদুন গৌরবের কথায়, ঘটনাস্থলে পৌঁছনোর পর এবং পরীক্ষার পর প্রথম অবস্থায় যা বোঝা যাচ্ছে তা হলো দুটি বাঘের সংঘর্ষেই একটি বাঘের মৃত্যু ঘটেছে। বলেন, 'বাঘের দেহ দেখে মনে হচ্ছে দুদিন পুরনো হয়ে গেছে। আমরা বাঘের ময়নাতদন্ত করার জন্য পাঠাচ্ছি এবং বাঘের ভিসারা পরীক্ষা করার জন্য আমরা দেরাদুনে এবং বারেলিতে পরীক্ষাগারে পাঠাচ্ছি।' বন দপ্তরের বক্তব্য, ময়না তদন্তের পরেই বাঘের প্রকৃত মৃত্যুর কারণ বলা যাবে।

ছবি: দীপক কুমার সরকার।