আজকাল ওয়েবডেস্ক: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি অংশে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। ফলে ১৮ ডিসেম্বর থেকে শুরু করে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে টানা বৃষ্টি। আইএমডি জানিয়েছে শুধু ভারী বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।
এরফলে অন্ধ্রপ্রদেশে প্রচুর বৃষ্টি হবে। যে নিম্নচাপটি রয়েছে সেটি সমুদ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এটি আরও নিজের শক্তি বাড়াতে পারে বলেই অনুমান করছেন আবহবিদরা। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলেই খবর মিলেছে। বিগত দুদিন ধরে বাংলা থেকে কিছুটা মুখ ফিরিয়েছে শীতের আমেজ। যদি এই নিম্নচাপ আরও গভীর হয় তাহলে সেখান থেকে শীতল বাতাস আসতে বাধা পাবে। ফলে বাংলায় শীতের আমেজ অনেকটাই কমবে।
এদিকে ২০ ডিসেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে। এদিকে ২০ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। ২০ তারিখ উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে। তবে কোথাও কোনও বৃষ্টি হবে না।
২১ ডিসেম্বর বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এদিকে ২১ ডিসেম্বর ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এদিকে উত্তরের দুই পাহাড়ি জেলার কোথাও কোথাও সেদিন তুষারপাত হতে পারে।
