আজকাল ওয়েবডেস্ক : ২০২৫ হবে ভয়ঙ্কর। বাড়বে সাইবার হামলা। স্বাস্থ্য এবং অর্থকরী বিভাগে এর প্রভাব পড়বে সবথেকে বেশি। সম্প্রতি এমন একটি রিপোর্ট সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তৎপরতা। এখানেই শেষ নয়, জানা গিয়েছে এআইকে হাতিয়ার করে এবং ডিপফেক ভিডিওর সাহায্য নিয়ে এই সাইবার হামলার শিকার হতে হবে বহু মানুষকে।

 

১৮ টি সংস্থার উপর গবেষণা করে এই রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। যেভাবে গোটা বিশ্বে এআই দ্রুত হারে ছড়িয়ে পড়ছে সেদিক থেকে দেখতে হলে এই সাইবার হানা অনেক বেশি নিজের দাপট দেখাচ্ছে। মূলত স্বাস্থ্য এবং অর্থকরী বিভাগকে কার্যত টার্গেট করছে এই সাইবার প্রতারকরা। একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে প্রতারকরা। এর মাধ্যমে তারা সহজেই যেকোনও সাইবার হানা অনেক বেশি সহজে করতে পারবে।

 

সাইবার প্রতারকরা বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এই পরিস্থিতি আগামী বছর থেকে আরও বাড়বে। শুধু বেসরকারি সংস্থাই নয়, বিভিন্ন সরকারি ক্ষেত্রকেও টার্গেট করছে সাইবার অপরাধীরা। ভুয়ো ওয়েবসাইট খুলে সেখান থেকে সাধারণ মানুষকে বোকা বানানোর কাজও করবে প্রতারকরা। এমনকি যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তারাও এই হামলা থেকে বাঁচবেন না। সেখানেও বিশেষ নজর থাকবে প্রতারকদের।

 

এআই ব্যবহার করে প্রতারকরা অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তাদের নতুন পরিকল্পনাকে অনেক বেশি সাজিয়ে তুলছে এআই। দেশের সাইবার প্রতারকদের ঠেকাতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষ যদি এই প্রতারকদের ফাঁদে না দেন তাহলে কারও কিছু করার থাকবে না।