আজকাল ওয়েবডেস্ক: অতি সাম্প্রতিক সময়ে, পরপর উঠে এসেছে একের পর এক সাইবার প্রতারণার খবর। প্রতারণার নানা ধরণ প্রকাশ পাচ্ছে দিনে দিনে, তাতে রীতিমতো অবাক, ভীত সাধারণ মানষ। এবার সামনে এল আরও এক ঘটনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বাসিন্দা ‘ফ্রি’ ফোন-সিম কার্ড পাওয়ার পরেই, আচমকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব কোটি কোটি টাকা। 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বছর ষাট-এর ওই ব্যক্তি আচমকা ফ্রি ফোন-সিম পান। প্রতারকরা ব্যাঙ্কের প্রতিনিধি সেজে তাঁকে সেগুলি পাঠিয়েছিল। শুধু তাই নয়, নতুন ক্রেডিট কার্ড খোলার বিষয়ে, তারা ব্যক্তিকে তাদের দেওয়া ফোন থেকেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বলে। ওই ব্যক্তি করেনও তাই। আর সেখানেই ঘটে বিপত্তি। তিনি ওই ফোন এবং সিম ব্যবহার করতেই, তাঁর  ব্যাঙ্কের সমস্ত তথ্য চলে যায় প্রতারকদের হাতে। 

জানা গিয়েছে একদিনে নয়, এই বিপুল অঙ্ক হাতানোর পিছনে পরিকল্পনা ছিল কয়েকমাসের। গত বছর নভেম্বর থেকে ধীরে ধীরে পরিকল্পনামাফিক এগোচ্ছিল প্রতারকরা। প্রথম নিজেদের ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ফোন করে প্রতারকরা। জানায় তাঁর নামে একটি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। কার্ড চালু করতে ফোন নম্বর আপডেট সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়। তারপরেই ডিসেম্বরের ১ তারিখ, তাঁর বাড়িতে নয়া স্মার্ট ফোন, সিম কার্ড পাঠায় প্রতারকরা। দিনকয়েক পর, আচমকা তিনি অ্যাকাউন্টের টাকা দেখতে গিয়ে বুঝতে পারেন ২.৮ কোটি গায়েব। বিশেষজ্ঞদের মতে, ওই ফোনে আগে থেকেই ম্যালওয়্যারের ছিল।