আজকাল ওয়েবডেস্ক: পরিবারের সম্মানরক্ষার্থে ১৭ বছরের বোনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ২০০ ফুট গভীর খাদে ফেলে দিল খুড়তুতো ভাই। মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। সোমবার ছত্রপতি সম্ভাজিনগর জেলায় ঘটনাটি ঘটে। মৃতার ভাইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জালনা জেলার অমবড় তালুকের শাহাগড়ের বাসিন্দা ছিলেন ওই তরুণী। সম্প্রতি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। বাড়িতে বিষয়টি জানাজানি হওয়াতেই শুরু হয় গন্ডগোল। সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য পরিবারের লোকেরা তরুণীকে চাপ দিতে শুরু করেন। পারিবারিক অশান্তি যখন চরমে। তখন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালান তিনি। শাহাগড় থানায় পরিবারের লোকেদের থেকে নিরাপত্তা চেয়ে একটি অভিযোগও দায়ের করেছিলেন ওই তরুণী।
এরপরেই তরুণীকে খুনের পরিকল্পনা করেন পরিবারের লোকেরা। ‘মীমাংসা’ করার অজুহাতে মেয়েকে সম্ভাজিনগরে মামার বাড়িতে ডেকে পাঠান মা–বাবা। তরুণী সেখানে পৌঁছলে তাঁকে ফোন করেন খুড়তুতো ভাই। বলা হয় তরুণীর প্রেমিকাকে মেনে নেওয়া হবে। কিন্তু কিছু কথা বলার জন্য ঠিক হয়, দু’জনে কথা বলার জন্য খাভদা পাহাড়ে ঘুরতে যাবেন। এরপর সোমবার দুপুরে খাভদায় পৌঁছন দু’জনে। সেখানেই কথা বলতে বলতে আচমকা পাহাড় থেকে ঠেলে বোনকে নীচে ফেলে দেন খুড়তুতো ভাই। মঙ্গলবার খুড়তুতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। অভিযুক্ত জানিয়েছেন পরিবারের সম্মান বাঁচাতে খুন করেছেন বোনকে।
