আজকাল ওয়েবডেস্ক: কর্মরত অবস্থায় ছিলেন তিনি। কর্মস্থল হাসপাতাল।  তার মধ্যেই ডেকে পাঠিয়ে হাসপাতালের একটি ঘরে ধর্ষণ করা হয়েছে তাঁকে। কানপুরের এক নার্স এই অভিযোগ তুলেছেন ওই বেসরকারি হাসপালের ডিরেক্টরের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলেই খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর।

ঘটনা প্রসঙ্গে কানপুরের এসিপি অভিষেক পান্ডে জানিয়েছেন, কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে ওই নার্স গত দু’ মাস কাজ করছিলেন। রবিবার কয়েকজন মিলে নৈশভোজের আয়োজন করেন। নার্স সেখানে হাজির ছিলেন। ওই ডিরেক্টর নৈশভোজের পর তরুণী নার্সকে ফের হাসপাতালে ফিরে যেতে বলেন। তরুণী কাজে ফিরে যান। 

নার্স-এর অভিযোগ, ওই ডিরেক্টর আচমকা মধ্যরাতে ডেকে পাঠায় তরুণীকে নিজের ঘরে। নার্সের অভিযোগ, তাঁকে ঘরে জোর করে আটকে রেখে ধর্ষণ করে ডিরেক্টর। এই ঘটনা যাতে জানাজানি না হয়, সেকথা বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। তরুণী অভিযোগ দায়ের করতেই ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশ এখনও অভিযুক্তর নাম প্রকাশ্যে আনেনি। পুলিশের অনুমান, তাঁকে কোনও পানীয়ের মাধ্যমে অচৈতন্য করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, নার্সের মেডিক্যাল পরীক্ষা করানো হবে।