আজকাল ওয়েবডেস্ক: ভারতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৬৯। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৪০০। দেশে এখনও পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
কর্নাটকে একদিনে সবথেকে বেশি মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এরপরই রয়েছে গুজরাট। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৭৯ জন। এরপর রয়েছে কেরালা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এরপর রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে সিকিমে ১১ জন, তামিলনাড়ুতে ১২ জন, হরিয়ানাতে ৯ জন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির খবর হল অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, লাদাখ, মিজোরাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের কোনও খবর নেই।
বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৯১ জন। ফলে দেশের মোট ১১৯৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে খবর মিলেছে। কেরালাতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ২১০৯ জন। এরপর গুজরাটে ১৪৩৭ জন, দিল্লিতে ৬৭২ জন, মহারাষ্ট্রে ৬১৩ জন, কর্নাটকে ৫২৭ জন, উত্তরপ্রদেশে ২৪৮ জন, তামিলনাড়ুতে ২৩২ জন, রাজস্থানে ১৮০ জন এবং অন্ধ্রপ্রদেশে ১০২ জন সক্রিয় রোগী রয়েছেন।
শুক্রবার ভারতে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে মহারাষ্ট্রে দুজন এবং মধ্যপ্রদেশে একজনের মৃত্যু ঘটেছে। মনিপুরে নতুন করে ৫ জন করোনা আক্রান্তের খবর মিলেছে।
এই সময় দেশের সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকে এখনই করোনা নিয়ে চিন্তা না করে সেখান থেকে যদি সকলে একটু সতর্ক থাকে তাহলে অতি সহজেই একে মোকাবিলা করা যাবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি ফের একবার মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
