আজকাল ওয়েবডেস্ক: বিশেষজ্ঞরা বলছেন, নতুন ঢেউয়ে উপসর্গ মৃদু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধে সবধরণের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ধরণের ওষুধ রয়েছে। ফলে সেখান থেকে কেউ যেন অযথা আতঙ্কিত না হয়ে পড়েন। তবে গত কয়েকদিনে করোনার যে ঢেউ, তা বাড়ছে উত্তোরত্তর।
ব্যাপক সংক্রমণে চিন্তার ভাঁজ কপালে। ৬ জুন, কেন্দ্রের বুলেটিন অনুযায়ী দেশে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় ছ’ হাজার। দেশে মোট আক্রান্ত ৫৩৬৪। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯৮জন। দেশে একদিনে মৃত ৪।
এক নজরে দেখা যাক, কোন হারে দেশে বাড়ছে সংক্রমণ-
২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬১। ৩ জুন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত চার হাজার পার, সংখ্যা ৪০২৬। ৫ জুন কেন্দ্রের তথ্য, দেশে মোট করোনা আক্রান্ত ৪৮৬৬। ৬ জুন, কেন্দ্রের বুলেটিনের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯৮জন। মোট আক্রান্ত ৫৩৬৪।
কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৬৭৯। দ্বিতীয় স্থানে দিল্লি, মোট আক্রান্ত ৫৯২। তৃতীয় স্থানে বাংলা, মোট আক্রান্ত ৫৯৬। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫৪৮। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪৫১, তামিলনাডুতে ২২১, উত্তরপ্রদেশে ২০৫।গত ২৪ ঘণ্টায় করোনায় পাঞ্জাবে এক, কেরলে দুই এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে।
