আজকাল ওয়েবডেস্ক: দেশে ক্রমেই বাড়ছে করোনার দাপট। প্রতিদিন নতুন করে করোনাতে আক্রান্ত হচ্ছেন মানুষ। বুধবার দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।
বিগত ২৪ ঘন্টায় করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এর সবথেকে বেশি বাড়বাড়ন্ত দেখা গিয়েছে কেরালাতে। পাশাপাশি অন্য রাজ্য থেকেও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে ইতিমধ্যে আরও দুজনের করোনাতে মৃত্যুর খবর মিলেছে। সেখানে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা হল সাতজন।
যদিও এই বিষয়টি নিয়ে এখনও চিন্তার কোনও কারণ দেখছেন না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে দেশের বিভিন্ন শহরে করোনা খানিকটা করে বেড়েছে। তবে তা নিয়ে চিন্তার কারণ নেই। সেখানে প্রতিটি শহরেই হাসপাতালে করোনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যেকোনও ধরণের পরিস্থিতির জন্য তারা তৈরি রয়েছেন।
যে হারে নতুন করে করোনার দাপট বাড়ছে, তাতে ফের সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের করোনায় সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাঁদের জনসমক্ষে মাস্ক পরা উচিত। যাঁদের কোভিড উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালে যেসব রোগীর উপসর্গ রয়েছে, তাঁদের করোনার পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। বার বার হাত ধোওয়া, মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে: গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি,কাশি, মাথাব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, পেশীতে ব্যথা।
চিকিৎসকদের মতে, 'কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা হল সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ, তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিন।' বেশিরভাগ মানুষের মধ্যে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা দেখা গিয়েছে। তাই ফের নতুন করে করোনার চিন্তা সকলের মনে নতুন করে উদয় হয়েছে।
