আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে দ্বারকায় বিশাল হোর্ডিং লাগানোর জন্য সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহার হযেছে। এই অভিযোগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত ।
অভিযোগ যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, প্রাক্তন আপ বিধায়ক গুলাব সিং এবং দ্বারকার কাউন্সিলর নীতিকা শর্মার সঙ্গে দ্বারকায় বিশাল হোর্ডিং লাগানোর মাধ্যমে সরকারি তহবিলের অপব্যবহার করেছিলেন। এই নিয়ে ২০১৯ সালেই দায়ের হয়েছিল মামলা।
তবে, ২০২২ সালের সেপ্টেম্বরে, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দেন। তবে দায়রা আদালত, নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে পুনর্বিবেচনার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত পাঠান। ম্যাজিস্ট্রেট আদালতকে মামলাটি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার পর, ম্যাজিস্ট্রেট এ দিন কেজরিওয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন গ্রহণ করেছেন।
জানুয়ারিতে বিশেষ বিচারক বিশাল গোগনে বলেছিলেন যে, অভিযোগ খারিজ করে ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছিলেন তাতে অপরাধটি আমলযোগ্য কিনা তা খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৬(৩) এর অধীনে, নতুন আবেদনটি দায়ের করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট পুলিশকে এফআইআর নথিভুক্ত করতে এবং আমলযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারেন।
পুলিশকে ১৮ মার্চের মধ্যে একটি সম্মতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
