আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগে আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ কার্ড পাঠানোর রীতি বহু দিনের। এখন যদিও সময়ের সঙ্গে সঙ্গে ই-কার্ডের চল বেড়েছে অনেক বেশি। তবে সম্প্রতি বিয়ে করতে চলা এক যুগল কার্ডে যা লিখেছেন, তাতে চক্ষু চড়ক গাছ আত্মীয়দের। কী এমন লিখলেন তাঁরা?

সমাজমাধ্যমে তাঁদেরই এক আত্মীয় জানিয়েছেন, আত্মীয়দের, যাঁদের আমন্ত্রণ জানানো হয়নি, তাঁদের 'কার্ড' পাঠানো হয়েছে। আর তাতে লেখা হয়েছে, 'আপনি আমন্ত্রিত নন'। আর এই ধরনের পরেই হতবাক সবাই। 

সমাজমাধ্যমে ওই ব্যক্তি লিখেছেন, তাঁর এক আত্মীয় এই সেপ্টেম্বরেই বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের পরিকল্পনা রয়েছে বাড়ি থেকে কয়েক ঘন্টা দূরের এক বাগানে। পোস্টদাতার মতে 'সেমি-ডেস্টিনেশন ওয়েডিং'। বাজেটের কারণে ওই আত্মীয় বিয়ের পরিসর কিছুটা ছোট করতে চাইছেন। কাটছাঁট করেছেন আমন্ত্রিতের তালিকায়।  

চমক এর পরের তথ্যে। যাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে না বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাঁদের কাছেও গিয়েছে একটি 'কার্ড'। সেখানে লেখা রয়েছে, 'বিশেষ দিনে আপনারা আমাদের হৃদয়ে থাকবেন'। এই ঘটনায় হতবাক বাকিরা। কেউ কেউ বলছেন, এই ধরনের চিঠি পাঠানোর হলে, অন্তত বিয়ের অনুষ্ঠান মিটে যাওযার পর পাঠাতেন।

পোস্টদাতা এও জানিয়েছেন, আমন্ত্রিতদের বিয়েতে কিছু কিছু কাজ করার কথাও বলেছেন ওই যুগল। যেমন টেবল সাজানো, কেক আনা, কারও দায়িত্ব ফুলের। সমাজমাধ্যমে ওই পোস্ট ছড়িয়ে পড়তেই অনেকেই তাতে নানা কমেন্ট করেছেন। কেউ কেউ জানিয়েছেন, কিভাবে এই বিয়েতে না যাওয়া যায়, তার পরিকল্পনার কথা।