আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছর বয়সে হৃদরোগে আকস্মিক মৃত্যু হয়েছে জনপ্রিয় ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালী জারিওয়ালার। যদিও তিনি ছিলেন ফিট এবং সচল, রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে অ্যান্টি-এজিং ইনজেকশন নিচ্ছিলেন এবং মৃত্যুর দিন উপোসের কারণে খালি পেটে ওষুধ খাচ্ছিলেন, যা রক্তচাপ বৃদ্ধি করে হার্ট অ্যাটাকে পরিণত হয়। এই মৃত্যুর পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ‘রাম কিট’ নামক একটি স্বল্পমূল্যের প্রাথমিক চিকিৎসা কিটের ভিডিও। ৭ টাকার এই কিট তৈরি করেছেন কানপুরের এলপিএস কার্ডিওলজি হাসপাতালের সিনিয়র কার্ডিয়োলজিস্ট ডাঃ নীরজ কুমার।

‘রাম কিট’-এ কী থাকে?
এই কিটে থাকে তিনটি জরুরি ওষুধ—সর্বপ্রথমে সোর্বিট্রেট (জিভের নিচে রাখতে হয়), ইকোস্প্রিন (রক্ত পাতলা করতে) এবং রোসুভাস ২০ (কোলেস্টেরল নিয়ন্ত্রণে)। হৃদরোগের উপসর্গ দেখা দিলেই এই ওষুধগুলো প্রাথমিকভাবে দিলে রোগীকে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত সময় পাওয়া সম্ভব।

কেন এই নাম?
ডাঃ নীরজ জানিয়েছেন, 'রাম কিট' নামটি মানুষ সহজেই মনে রাখতে পারে এবং সংকটকালে তাৎক্ষণিক ব্যবহার করতে পারে—এই ভাবনাতেই এমন নামকরণ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই কিট শুধুমাত্র হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডে রক্ত চলাচলের জটিলতার ক্ষেত্রে কার্যকর; কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে এটি কার্যকর নয়।

সতর্কতা:
এই কিট নিয়মিত ব্যবহারের জন্য নয়—শুধুমাত্র জরুরি অবস্থার জন্য। হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শেফালীর মৃত্যুর পর দেশজুড়ে তরুণদের মধ্যে বাড়ছে হৃদরোগ নিয়ে উদ্বেগ, আর এই কিট সেই উদ্বেগের মধ্যেই ছড়াচ্ছে সচেতনতার বার্তা।