আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর মহালক্ষ্মী। তাঁর দেহ উদ্ধার হয়েছিল কয়েক টুকরোয়। টুকরো অবস্থায় ভরে রাখা হয়েছিল ফ্রিজে। বেঙ্গালুরুর ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহালক্ষ্মী। পুলিশ জানিয়েছে, তাঁর দেহ অন্তত ৩০ টুকরো করে কাটা হয়েছল। তরুণীর মা জানিয়েছিলেন, তাঁর মেয়ের ফ্ল্যাটের মালিকই প্রথম খবর দেয় পরিবারে। 

মহালক্ষ্মীর মৃত্যুর ঘটনায় দিল্লি শ্রদ্ধা কাণ্ডের ছায়া দেখছেন অনেকেই। মহালক্ষ্মীর এই মৃত্যু কী ভাবে। কে, কেন খুন করেছে, নেপথ্যে কারণ কী? তা নিয়েই ছিল জল্পনা। তার মাঝেই পুলিশ জানিয়েছে, এই হাড়হিম করা কাণ্ডে সন্দেহভাজনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

সেখানকার পুলিশ জানিয়েছে, ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে, সে একজন বহিরাগত। যদিও এর থেকে বেশি তথ্য জানাতে রাজি হয়নি বেঙ্গালুরু পুলিশ। তবে আরও তথ্য সংগ্রহের আগে বিস্তারিত তথ্য না জানাতে চাইলেও, সে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পশ্চিমবঙ্গের। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।