আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ভুল দিকে গাড়ি চালানোর প্রতিবাদ করার জের। সেনাবাহিনীর কর্নেলকে সপাটে চড় মারলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘিরে জোর চর্চা। এমনকী ঘটনার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ে। সূত্রের খবর, গত শনিবার ঘটনাটি ঘটেছে। ওই রাস্তা দিয়ে ঠিক পথেই যাচ্ছিলেন সেনাবাহিনীর কর্নেল আনন্দ প্রকাশ সুমন। এদিকে ভুল লেনে গাড়ি নিয়ে ঢুকে পড়েন বিনয় কুমার সরোজ নামের এক পুলিশকর্মী। ভুল লেনে গাড়ি চালিয়েও রোয়াব দেখান তিনি। কর্নেল প্রতিবাদ করতেই জনসমক্ষে তাঁকে কষিয়ে চড় মারেন।
জানা গেছে, সেই সময় কর্নেলের স্ত্রী ও সন্তান ছিলেন গাড়িতে। তাঁদের সামনেই এই ঘটনাটি ঘটেছে। কর্নেল আনন্দ প্রকাশ জানিয়েছেন, ভুল লেনে গাড়ি চালানোর প্রতিবাদ করার জেরে দাপট দেখান ওই পুলিশকর্মী। এর আগে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান।
এই ঘটনার পর থানায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কর্নেল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই শহরের মধ্যে পুলিশকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফোন সুইচড অফ। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
