আজকাল ওয়েবডেস্ক: ফের বিভ্রাট। ডাউন ক্লাউডফেয়ার। শুক্রবার দুপুরে আচমকাই থমকে গিয়েছে একাধিক অ্যাপের পরিষেবা। কাজ করা যাচ্ছে না ক্যানভায়। খুলছে না গ্রো অ্যাপ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্লাউডফেয়ার "অভ্যন্তরীণ পরিষেবার অবনতি" রিপোর্ট করেছে, আর সেই কারণেই একাধিক অ্যাপ, প্ল্যাটফর্ম কাজ করছে না।
বিভ্রাট-ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের মতে, জেরধা, ক্যানভা, জুম, শপিফাই এবং গেমিং প্ল্যাটফর্ম ভ্যালোরেন্ট-সহ বেশ কয়েকটি প্রধান পরিষেবা আপ প্ল্যাটফর্ম প্রভাবিত হয়েছে। ব্যবহারকারীরা ক্লাউডফ্লেয়ার ডাউনটাইমের সময় এই প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করতে অসুবিধার কথা জানিয়েছেন।
যেসব ওয়েবসাইটের পরিষেবা বিঘ্নিত হয়েছে, সম্পূর্ণ তালিকা-
ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের ফলে কোন সাইটগুলি প্রভাবিত হচ্ছে?
Zerodha
Groww
Canva
Zoom
Shopify
Valorant
LinkedIn
বিভ্রাট সম্পর্কে ভারতীয় ট্রেডিং সাইটগুলি নিজেদের বার্তা দিয়েছে। বিভ্রাটের পরপরই, অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম Groww একটি টুইট শেয়ার করে মানুষকে বিভ্রাটের বিষয়ে অবহিত করে। তারা লিখেছে, 'আমরা বর্তমানে ক্লাউডফ্লেয়ারে বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছি। এটি বিশ্বব্যাপী একাধিক অ্যাপ এবং পরিষেবাকে প্রভাবিত করছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পরিষেবাগুলি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গেই আপনাদের জানাব।'
প্রায় একইরকম পরিস্থিতি তৈরি হয় ১৮ নভেম্বর। মঙ্গলবার সন্ধেয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স আচমকা বিভ্রাটের সম্মুখীন হয়। তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে ব্যবহারকারী অভিযোগ করতে শুরু করেন। জানান,অ্যাপ এবং ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করছে না এবং তাঁরা কোনও কন্টেন্ট দেখতে পারছেন না। কিছু শেয়ারও করতে পারছেন না।
DownDetector-এর তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর বিকাল ৫:০৮ পর্যন্ত X-এর বিরুদ্ধে কমপক্ষে ১,৫৪৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন যে তাঁরা তাঁদের টাইমলাইন অ্যাক্সেস করতে এবং অন্যান্য প্রোফাইল দেখতে পারছেন না। বারবার চেষ্টা করলে, সামনে ফুটে উঠছে, "কিছু ভুল হয়েছে। পুনরায় লোড করার চেষ্টা করুন।" লেখা। কিংবা 'কিছু ভুল হয়েছে, পুনরায় লোড করার চেষ্টা করুন'
ফের একই ঘটনা ঘটে ২৬ নভেম্বর দুপুরে। আচমকা একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায়। কেউ জানান, মিটিং-এর সময় পেরিয়ে যাওয়ার পরেও ঢুকতে পারছেন না মিটিংয়ে। কেউ রীতিমতো বিরক্ত। জানা গেল, বুধবার কাজের মাঝেই আচমকা ব্যাহত গুগল মিট পরিষেবা। বিভ্রাট পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর ১২:২৯ পর্যন্ত ভারতে কমপক্ষে ১,৭৬০ জন লোক গুগল মিট নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
বেশিরভাগ ব্যবহারকারী জানিয়েছিলেন, তাঁরা মিটিংয়ে ঢুকতে পারেননি কিছুতেই। বারবার চেষ্টা করায় '৫০২ এরর' দেখায় স্ক্রিনে। বারবার ব্যর্থ হয়ে, প্রথমদিকে ভেবেছিলেন সমস্যা তাঁদের ব্যক্তিগত। পরে বুঝতে পারেন, সমস্যা গুগল মিট-এ। স্কিনে ভেসে ওঠে বার্তা, তাতে লেখা ছিল, 'এটি একটি ত্রুটি। সার্ভারটি একটি অস্থায়ী ত্রুটির সম্মুখীন হয়েছে এবং আপনার অনুরোধটি সম্পূর্ণ করতে পারেনি। অনুগ্রহ করে ৩০ সেকেন্ডের মধ্যে আবার চেষ্টা করুন। ' বহু ব্যবহারকারী নিজেদের সমস্যার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল মিট একটি বড় ধরণের বিভ্রাটের সম্মুখীন হয়। পরিষেবাটি ১৫,০০০ এরও বেশি ব্যবহারকারীর জন্য কাজ করা বন্ধ করে দেয়।
Downdetector.com-এ, ৭৯% অভিযোগ ছিল কনফারেন্স শুরু করতে সমস্যা সম্পর্কিত, ১৬% সার্ভার সংযোগ সমস্যা সম্পর্কিত এবং বাকি ৫% অ্যাপ ব্যবহারে সমস্যা সম্পর্কিত।
সেবার জানা গিয়েছিল কন্টেন্ট এজ ক্যাশে সাম্প্রতিক পরিবর্তনের কারণে সমস্যা দেখা দিয়েছে।
