আজকাল ওয়েবডেস্ক: নবম শ্রেণির ছাত্রীকে লাগাতার গণধর্ষণ। শেষমেশ অন্তঃসত্ত্বা সে। কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন আসলেও প্রথমে বুঝতে পারেনি পরিবার। ঘনঘন অসুস্থ হতেই চিকিৎসকরা জানালেন, সে অন্তঃসত্ত্বা। শুনেই চোখ ছানাবড়া পরিবারের। অবশেষে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। নির্যাতিতা সিদ্দিপেট জেলার বাসিন্দা। এমনকী গণধর্ষণে অভিযুক্তরাও ওই জেলারই বাসিন্দা। সম্প্রতি প্রায়ই মাথা ঘুরিয়ে পড়ে যেত কিশোরী। খাবার খেয়েই বমি করত। তারপরেই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা। চিকিৎসকরা জানান, কিশোরী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, ঘটনাটি থানায় জানান কিশোরীর মা। তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রবিবার তিন অভিযুক্তকে সিদ্দিপেট জেলা থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত। কিশোরীর মা যখন বাড়িতে থাকতেন না, সেই সময়েই তাদের ফাঁকা বাড়িতে কাজের ছুঁতোয় আসত তিন যুবক। নানা কিছুর টোপ দিয়ে কিশোরীকে লাগাতার গণধর্ষণ করেছিল তারা। এমনকী বাইরে ফাঁস করলে হুমকিও দিয়েছিল। এরপরই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
