আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক ধরেই গ্রামে বাঁদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। এবার সেই গ্রামেই বাঁদরের হামলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বাড়ির ছাদ থেকে এক দশম শ্রেণির ছাত্রীকে ঠেলে ফেলে দেয় বাঁদর। উঠোনে পড়তেই মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। মৃত ছাত্রীর নাম, প্রিয়া কুমার। মঘার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার ভগবানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুপুরবেলায় ছাদে বসে পড়াশোনা করছিল ওই ছাত্রী। আচমকা একদল বাঁদর ছাদে চলে আসে। তখন ভয় পেয়ে ছুটেও পালাতে পারেনি ছাত্রী।
ছাদেই ছাত্রীর দিকে বারবার তেড়ে আসছিল বাঁদরগুলি। তার চিৎকার শুনেই বাড়ির লোকজন, প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু বাঁদরের হামলা থেকে তাকে কেউ উদ্ধার করতে পারেননি। বাঁদরের হামলার মাঝেই ছাদের কিনারায় চলে আসে সে। আচমকা একটি বাঁদর তাকে ধাক্কা মারে। ভয় পেয়ে ছাদ থেকে উঠোনে উল্টে পড়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর কিশোরীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের অনুমতিও দেওয়া হয়নি।
