আজকাল ওয়েবডেস্ক: বৈবাহিক ধর্ষণ, এই বিষয় নিয়ে চর্চা হয়েছে বারবার। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হোক, এই আর্জি জানিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে জমা পড়েছিল একাধিক মামলা। সেগুলি বিচারাধীন ছিল। তবে এই সংক্রান্ত মামলা নিয়ে বড় পদক্ষেপ। 

 

বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে এই মামলাগুলি ওই এজলাসে আর শোনা হবে না। শুধু তাই নয়। বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলা স্থগিত থাকবে চার সপ্তাহের জন্য।

 

কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? কারণ হিসেবে জানা গিয়েছে, যেহেতু প্রধান বিচারপতি ১০ নভেম্বর অবসর গ্রহণ করবেন, এবং ক্যালেন্ডারের হিসেব মতো তাঁর কাজের শেষ দিন পড়ছে ৮ নভেম্বর, ওই সময়ের আগে তাঁর বেঞ্চে এই মামলার সম্পূর্ন শুনানি এবং রায়দান সম্পূর্ন হবে না। 

 

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছিল, প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত করলেও, এরপর কী হবে? জানা গিয়েছে, এরপর নতুন বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে।

এদিন অর্থাৎ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির সময়, একাধিক পক্ষের বিচারপতিরার নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য আরও সময় চান। চার সপ্তাহ পর অন্য বেঁচে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে।